নেত্রকোনার মদনে জাতীয় ভোটার দিবস পালিত
“সঠিক তথ্যে ভোটার হব,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” এই স্লোগান কে সামনে রেখে, মদনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি সূচনা হয় উপজেলা পরিষদের মাঠ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা যোগ দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র- ছাত্রী ও সুশিল সমাজের প্রতিনিধি বৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল। আলোচনা সভা পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
এ সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, চান গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, ফতেপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়া, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম, হাজী আব্দুল আজিজ সরকারি ডিগ্রি কলেজ অধ্যাপক গিয়াসমামুদ রুবেল,জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, ভোরের দর্পণ উপজেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন বাবুল,প্রধান শিক্ষক, মোঃ আক্কাস উদ্দিন, সমির কুমার দাস,আনোয়ার হোসেন।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন, ভোরের ডাক উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন,শিক্ষক জাকির হোসেন,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন