সিভিল সার্জনের অনুমতি ছাড়াই মদন’র ইউএইচও কর্মস্থলে অনুপস্থিত

নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় নেত্রকোণা সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া আকস্মিক ভাবে পরির্দশনে আসেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এসে দেখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।

গত বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক জন ষ্টাফ নিয়ে বিনা ছুটিতে আনন্দ ভ্রমনে যান ইউ এইচও, তা নিয়ে স্থানীয় গণমাধ্যম বেশ কয়েকটি পত্রিকা ও সামাজিক অনলাইনে লেখার ফলে সিভিল সার্জন পরির্দশনে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আমাদের ইউএইচও স্যার প্রায় সময়েই কর্মস্থলে থাকেন না। এতে করে বিভিন্ন অনিয়ম হচ্ছে, যেমন,রোগিদের নিকট হতে অতিরিক্ত টিকেট এর টাকা রাখা হয়।

এমনিতেই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান খুবই দুর্বল অবস্থায় আছে, তার মাঝে ডা. নূরুল হুদা খান যোগদানের পর আরো নড়বড়ে হয়ে গেছে। পরিস্কার পরিচ্ছন্নতার তো বালাই নাই। মন খুশির মত চলছে চিকিৎসা সেবা।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.নূরুল হুদা খানের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করে ও কথা বলা সম্ভব হয়নি।

সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া জানান, মদন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূরুর হুদা খানের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি। বিশেষ করে গত বৃহস্পতিবারে উনার কিছু অনিয়ম গণমাধ্যমে প্রকাশের প্রেক্ষিতে পরিদর্শনে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজও উনাকে স্টেশনে পাওয়া যায়নি।