নেত্রকোনার মদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নেত্রকোনার মদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। (১৭ মার্চ রবিবার) দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, আনন্দ র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরনী।
জলময়ূর সাহিত্য অঙ্গণের উদ্যোগে কবিতায় বঙ্গবন্ধু, ছাত্রছাত্রীদের জন্য বঙ্গবন্ধুর ওপর স্বপ্নদৈঘ্য চলচিত্র, তথ্য চিত্র প্রদর্শনী,ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত,হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
পুস্পস্তক অর্পণে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ,অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান।
আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল,অফিসার ইনর্চাজ উজ্জ্বল কান্তি সরকার মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন