নেত্রকোনার মদনে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নেত্রকোনার মদন উপজেলা ও পৌরসভার উদ্যেগে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদ দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌরসভার বিপ্লবী সভাপতি কামরুজ্জামান চন্দন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী আহ্বায়ক গোলাম রাসেল রুবেল, সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী দলের পৌর আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম।
এসময় আলোচনায় অংশ নেয় উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহব্বায়ক শামসুল আলম লালু, শহিদুল ইসলাম বকুল, মোঃ কামরুল হাসান উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান হিমন পৌর যুবদলের সদস্য সচিব মোঃ এনামূল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব,এস এইচ,পিপুল, সেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা মদলিশ, সাধারণ সম্পাদক আঃহান্নানসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকগন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন