নেত্রকোনার মদনে সমাজকর্ম ও শিশু সুরক্ষা শীর্ষক আলোচনা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG-20230228-WA0000-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনা মদন চানগাঁও ইউনিয়ন পরিষদে ২৮শে
ফেব্রুয়ারী দুপুরে সমাজকর্ম ও শিশু সুরক্ষা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মক্ষেত্রে সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশু সুরক্ষা সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। আর্থিক
সহযোগিতায ছিল বাংলাদেশ ইউনিসেফ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিঃ দায়িত্বে) আব্দুর রহমান, এতে সভাপতিত্ব করেন চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, সভা পরিচালনা করেন উপজেলার সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মঞ্জুর মুর্শেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, সমাজকর্ম ও
শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অপরিসীম।
সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত শিশুদের
অধিকার প্রতিষ্ঠায় একজন সমাজকর্মীর মাধ্যমে
বিভিন্ন শিশু সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান যেমন,
কিশোর উন্নয়ন কেন্দ্র, পূর্নবাসন কেন্দ্র, সরকারি-বেসরকারি এতিমখানা পরিচিতি পেতে পারে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন চানগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ সবুজ মিয়া, মন্জু মিয়া, বাবুল মিয়াসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন