নেত্রকোনার মদনে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু
সারাদেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় চানগাঁও ইউনিয়নে মড়লপাড়া বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ অক্টোবর সকালে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড -১৯ ভ্যাকসিন এর কার্যক্রম শুভ উদ্বোধন করলেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন।
এ সময় উপস্তিত ছিলেন খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মদন থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস আলম।
এ বিষয়ে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির এ প্রতিনিধিকে জানান, সারা বাংলাদেশের ন্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ফাইজার কোভিট -১৯ এর ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ কার্যক্রম চলবে ১৩ কর্মদিবস। এর আওতায় কিন্ডারগার্টেন, কওমী মাদ্রাসা ও মদন উপজেলা ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পথ শিশুরাও এর আওতায় থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন