নেত্রকোনার মদনে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু

সারাদেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় চানগাঁও ইউনিয়নে মড়লপাড়া বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ অক্টোবর সকালে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড -১৯ ভ্যাকসিন এর কার্যক্রম শুভ উদ্বোধন করলেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরিন।

এ সময় উপস্তিত ছিলেন খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মদন থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস আলম।

এ বিষয়ে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির এ প্রতিনিধিকে জানান, সারা বাংলাদেশের ন্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ফাইজার কোভিট -১৯ এর ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ কার্যক্রম চলবে ১৩ কর্মদিবস। এর আওতায় কিন্ডারগার্টেন, কওমী মাদ্রাসা ও মদন উপজেলা ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পথ শিশুরাও এর আওতায় থাকবে।