পঞ্চগড়ে পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটাকে সাড়ে ৫লাখ টাকা জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230117_213116-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে সাড়ে ৫লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) পঞ্চগড় বোদা উপজেলায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও জেলা প্রশাসন পঞ্চগড় এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশ, পঞ্চগড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বোদা, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন