পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাসান আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার মোঃ নজিবউদ্দিনের ছেলে।
সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হাসান আলী শনিবার দিবাগত গভীর রাতে তার স্ত্রী শারমিন বেগম সহ বাড়ির পাশে একটি পুকুরে মাছ দেখতে যায়। একপর্যায় স্ত্রী সহ পুকুরের পানিতে নামে গভীর পানি থাকায় স্ত্রী উপরে উটতে সক্ষম হলে হাসান আলী সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে স্ত্রী শারমিন চিৎকার করলে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধারের তৎপরতার চেষ্টা চালায় কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় উদ্ধার করতে পারেনি।
পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগীতায় চারটি সেলোমেশিন দিয়ে পুকুরের পানি উত্তোলন করে পানি শেষ পর্যায় আসলে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই তৌহিদুল ইসলাম তিনি জানান, আমার ছোট ভাইয়ের মানসিক ভার্সম্যহীন এবং মৃগী রোগে আক্রান্ত ছিল।
এদিকে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আক্কাস আহমদ পুকুরের পানিতে যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন