অসুস্থ্য কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

নওগাঁর ধামইরহাটে অসুস্থ্য কৃষক আব্দুল জলিলের ধান কেটে দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কাজের লোক দিয়ে ধান কাটতে না পারা কৃষক হরিতকীডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৬০) হতাশায় অসুস্থ্য হয়ে পড়ে। এই খবর পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তার ইউনিয়নের মেম্বার ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অসুস্থ্য ওই কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দেন।

২৫ এপ্রিল সকাল ১০ টায় হরিতকীডাঙ্গা মাঠে ১ বিঘা জমির ধান কাটার কাজে অংশগ্রহণ করেন ইউপি সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে ৩নং ওয়ার্ড আ’লীগ সম্পাদক রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি রফিকুল আতিক কনক, সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ইদ্রিস, ৮ নং ওয়ার্ড সভাপতি হারুন অর রশীদ, ধামইরহাট ইউনিয়ন শ্রমিকলীগের সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানোয়ার হোসেন প্রমুখ।

ভুক্তভোগী অসুস্থ্য কৃষক আবেগাল্পুত কণ্ঠে বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে আমি চিরকৃতজ্ঞ তারা আমার বাড়ীতে ধান কেটে পৌছে দিয়েছে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, দরিদ্র ও অসহায়দের সকল সহযোগিতায় ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ যথাসাধ্য সেবার কাজে সচেষ্ট থাকবে।