পঞ্চগড়ের বোদায় ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/দুর্ঘটনায়-accident.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড় বোদা উপজেলায় স্কুল যাওয়ার পথে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যশোদা রাণী (৩২) নামের এক শিক্ষিকা নিহত হয়েছে। এসময় ঘটনাস্থলে সহকর্মী অতুল চন্দ্র বর্মন (৪২) গুরুতর আহত হন।
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় পঞ্চগড় বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া এলাকার কমিনিটি ক্লিনিকের সামনে এই পথ দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় স্থানীয়রা ট্রাক্টরে আগুন জ্বালিয়ে দেয়।
নিহত যশোদা রাণী জেলার তেঁতুলিয়া উপজেলা দেবনগড় ইউনিয়নের মাগুড়মাড়ি চৌরাস্তা এলাকার নন্দগছ গ্রামের শ্রী রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। তিনি বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, যশোদা রাণী সোমবার সকালে তার স্কুল সহকর্মী অতুল চন্দ্র বর্মনের মোটরসাইকেল যোগে বিদ্যালয় যাচ্ছিলেন। এ সময় মাড়েয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক পিছন থেকে ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। মোটরসাইকেল রাস্তায় ছিটকে পরলে তাদের কে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জাহান মিলি তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজয় কুমার রায় নিশ্চিত হয়ে জানান, নিহতের ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরবর্তীতে শৃঙ্খলায় আনা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন