পটুয়াখালীর কলাপাড়ায় আকাশে উড়িয়ে দেয়া হলো টিয়া এবং শালিকসহ ২৩ টি পাখি
পটুয়াখালীর কলাপাড়ায় বন্দিদশা থেকে উদ্ধার করে মুক্ত করে দেয়া হয়েছে ২০ টি ঘুঘু, ১ টি শালিক ও ২ টি টিয়া পাখি। আজ শনিবার দুপুরে উপজেলার চাকামাইয়া ইউপির নেওয়াপাড়া গ্রাম থেকে পাখি শিকারী রাহাতুল ও জাহিদুল ইসলামের বাড়ি থেকে এসব পাখি উদ্ধার করা হয়। এসময় পাখি ধরার তিনটি ফাঁদ উদ্ধার করে এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা। পরে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করলে আজ বিকাল সাড়ে তিনটায় উপজেলা বনকর্মকর্তা পাখিগুলো অবমুক্ত করেন।
এসময় ওই দুই পাখি শিকারীর কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়। কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা
আবদুস সালাম জানান, পাখিগুলো উদ্ধারের পর তা মুক্ত আকাশে অ্বমুক্ত করা হয়েছে। এছাড়া পাখি শিকারীদের শিকার না করার শর্তে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন