পটুয়াখালীর গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পটুয়াখালীর গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও প্রভাতফেরিতে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে স্কুল প্রাঙ্গনে শিশুদের ছড়া, কবিতা, আবৃত্তি, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মু: হারুন অর রশীদ, প্রধান শিক্ষক এবিএম এবাদুল্লাহ ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মু: হারুন অর রশীদ বলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের। আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। আমাদের ভাষা ছিল বাংলা। তখন শাসন করতো পশ্চিম পাকিস্তানী বাহিনী। তারা চাইত আমাদের ভাষা হবে উর্দু। বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে-এই দাবি থেকে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন।’
প্রধান শিক্ষক এবিএম এবাদুল্লাহ বলেন, বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্নত্যাগকে সম্মান জানিয়ে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। ১৮৮টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানায়। ১৯৫২ সাল থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় শহিদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।’
অনুষ্ঠান শেষে ভাষা শহিদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন