পাবনায় জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/1692114050985_News-Photo.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
(১৫ আগস্ট) দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে জেলা আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করে বক্তব্য দেন শীর্ষ নেতারা।
এরপর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখা ও জেলা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় জেলা আ.লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন