পাবনার তাঁতপল্লী নতুন উদ্যোমে কোলাহলে সরব হয়ে উঠেছে
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের বাজার ধরতে পাবনার তাঁতপল্লী নতুন উদ্যোমে এখন দিনরাত কাপড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। গত দুই বছর মহামারী করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে তাঁতশিল্প বিপর্যয়ের পর আবার ঘুরে দাঁড়াচ্ছে তাঁতপল্লী। তাঁত মালিকদের ব্যবসা না থাকলেও এবার বাজার চাঙা বলে শ্রমিক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে।
পাবনার তাঁতপ্রধান বিভিন্ন উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, কারখানার মালিক ও শ্রমিকদের কোলাহলে সরব হয়ে উঠেছে তাঁতপল্লী। পুরুষের সঙ্গে হাত মিলিয়ে নারীরাও নলীভরা, সুতাপারি করা, মাড় দেওয়া ও রঙ-তুলিতে নকশা আঁকাসহ কাপড় বুনতে সহযোগিতা করছেন মনের মাধুরী মিশিয়ে। এ অঞ্চলের তাঁতপল্লীতে উন্নতমানের জামদানি, সুতি কাতান, চোষা, সুতি জামদানি, বেনারসি ও শেট শাড়ির পাশাপাশি মোটা শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও থান কাপড় তৈরি হচ্ছে।
বেড়া উপজেলার পৌর এলাকার বনগ্রাম দক্ষিণ মহল্লার এক তাঁত কারখানার মালিক সিরাজুল ইসলাম বলেন, ‘করোনার দুই বছর আমাদের কারখানার উৎপাদিত লুঙ্গির চাহিদা কমে গিয়েছিল। কারখানার ২৪টি তাঁতের মধ্যে ১৫টিই বন্ধ করে রেখেছিলাম। কিন্তু করোনার সংকট কেটে গেলে সেগুলো আধুনিক নতুনত্বের মাধ্যমে উৎপাদন শুরু করেছি। গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন নকশার শাড়ি-লুঙ্গি নিয়ে বাজারে হাজির হচ্ছি। এতে করে ভালো দামে শাড়ি-লুঙ্গি বিক্রি করতে পেরে আশার আলো দেখছি।’
সদর উপজেলার নতুনপাড়া গ্রামের তাঁতি মতিন মিয়া বলেন, ‘এখানে বছর দুই আগেও হাজার তিনেক তাঁত চালু ছিল। এখনো অর্ধেকের বেশি তাঁত বন্ধ। আমিও দীর্ঘদিন তাঁত বন্ধ রেখেছিলাম। ঈদ উপলক্ষে টাকা ঋণ নিয়ে ১০টা তাঁত চালু করেছি।’
পাইকারি কাপড় ব্যবসায়ী হাবিবুল্লাহ জানান, ভারতীয় ব্যবসায়ীরা পাবনার ঐতিহ্যবাহী আতাইকুলা হাট থেকে প্রতি সপ্তাহে কাপড় কিনে নিয়ে যাচ্ছেন। এতে এ অঞ্চলের তাঁতশিল্প আবারও প্রাণ ফিরে পাচ্ছে। দামও গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
পাইকারি বিক্রেতা আব্দুস সামাদ জানান, ঢাকা, রংপুর, দিনাজপুর, বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আতাইকুলা হাটে পাইকাররা আসছেন। প্রতিদিনই অর্ডার আসছে। করোনার দুই বছর মন্দার পর ঈদকে সামনে রেখে কাপড়ের বাজার চাঙা হয়ে উঠেছে। মনিরামপুর গ্রামের তাঁতি শফিকুজ্জামান শফি বলেন, বাজারে কাপড়ের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু শ্রমিক সংকটের কারণে তারা কাপড়ের উৎপাদন বাড়াতে পারছেন না। তাঁতশ্রমিক আব্দুস ছালাম, আফজাল হোসেন, লোকমান, সালেক, রতন সাহা, রায়হান, গাজীউর রহমান, আব্দুস সালাম, রাঙ্গা, তোরাব আলী ও আব্দুর রহিম জানান, করোনার দুই বছর কারখানা বন্ধ ছিল। আবার কারখানা চালু হয়েছে, দিনরাত আনন্দের সাথে পরিশ্রম করছি।
পাবনা জেলা তাঁতি সমবায় সমিতির সভাপতি কামরুল আনান রিপন জানান, পাবনার তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি সাহায্য-সহযোগিতা প্রয়োজন। সরকার বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে তাঁতিদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলে বন্ধ হওয়া তাঁতগুলো আবার সচল হবে। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, তাঁতিদের সহায়তার ব্যাপারে চেষ্টা চলছে। অর্থ বরাদ্দ পেলে সহায়তা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন