পাবনার বেড়ায় বেড়েই চলছে লাম্পি স্কিন রোগ
পাবনার বেড়া উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) বা চর্মরোগে অন্তত ২ হাজার গরু আক্রান্ত হয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্ত গরুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলায় খামারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বেড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা ও খামারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এলএসডি রোগটি এক ধরনের চর্মরোগ হলেও এতে গরুর মৃত্যুর ঝুঁকি রয়েছে। তাছাড়া উপজেলার বেড়া পৌরসভা, চাকলা, হাটুরিয়া নাকালিয়া, জাতসাকিনী, কৈতলা ইউনিয়নে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। প্রথমে ২-১টি গ্রামে এই রোগ দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
বেড়া পৌর এলাকার খামারী সোবাহান আলী বলেন, আমার খামারের ১টি গরু এই রোগে আক্রান্ত হয়ে এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। আক্রান্ত গরুটিকে আলাদা রাখলেও অন্য গরুগুলো নিয়ে চরম আতঙ্কে রয়েছি।
বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এলএসডি রোগে মৃত্যুহার একেবারেই কম। তবে গরু চরম দুর্বল হয়ে পড়ে। এই রোগের সরাসরি কোনো প্রতিষেধক না থকেলেও গোটপক্স রোগের প্রতিষেধক এ ক্ষেত্রে বেশ কার্যকরী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন