পাবনায় চারা বপণকারী যন্ত্রের সাহায্যে ধান রোপণ
পাবনায় আধুনিক পদ্ধতিতে ধান বীজ বপণকারী যন্ত্রের সাহায্যে ধান বীজ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২১-২২ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার মনহরপুর গ্রামে বোরো উচ্চফলনশীল জাতের ধানের চারা মরোপণ কার্যক্রম শুরু করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাইনী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন