পাবনায় “দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু” গ্যালারী শুভ উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/News-Photo-Pabna-1-4.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মঙ্গলবার সকাল ১১ টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে “দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু” এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।
পাবনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন কার্যালয়ে “দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু” নামে বঙ্গবন্ধু গ্যালারী করা হয়েছে। গ্যালারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক, ব্যাক্তিগত জীবনের বিভিন্ন দুর্লভ ছবি স্থাপন করা হয়েছে।
“দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু” শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক মো. মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, সহকারী কমিশনার মো. বায়েজিদ বিন আখন্দ, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট প্রমুখ।
এরপর বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর পাবনা পৌরসভা, পাবনা জেলা পরিষদ বাস্তবায়িত প্রকল্প, গয়েশপুর ইউনিয়ন পরিষদ, ‘আমার বাড়ী আমার খামার’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন