পাবনায় পদ্মা নদীতে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/1654365646088_News-Photo-Pabna.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার সদর উপজেলা চরতারাপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ জুন) দুপুরে চরতারাপুর নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জালাল আলী বিশ্বাস, চরতারাপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন খান, কৃষক নিজাম, নজরুল, আব্দুর রব প্রমুখ।
বক্তব্যে ভুক্তভুগী কৃষক অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহল নদী থেকে অপরিকল্পিতভাবে অবাধে ডিজার দিয়ে বালু কেটে নেবার ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে।
দুই ফসলী জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভুট্টা নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকদের এক মাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের কৃষকরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন