পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে আসারর কথা ছিল। তবে পিছিয়ে যাচ্ছে ক্যারিবীয়দের সফরের তারিখ। সব ঠিক থাকলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে খেলতে আসবে তারা।
ওয়েস্ট ইন্ডিজের আসা এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, ক্যারিবিয়রা কোয়ারেন্টাইনের সময়ে অনুশীলনের সুবিধা পাবেন। এছাড়া সূচি চূড়ান্ত না হলেও ভেন্যু হিসেবে ঢাকা ও চট্টগ্রামের নাম চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং কোভিড-১৯ পরিস্থিতির সবশেষ অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি দুই সদস্যের ক্যারিবিয়ান প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা সবকিছু দেখে সন্তুষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে প্রতিনিধি দলের দেয়া সবুজ সংকেতের আগেই সিরিজ নিয়ে ইতিবাচক বিসিবি। এরই মধ্যে শুরু করে দিয়েছে পরিকল্পনা।
ভেন্যু হিসেবে প্রথমে ঢাকার সঙ্গে সিলেটের নাম ভাবা হয়েছিল। তবে আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসে চট্টগ্রামে খেলা আয়োজনের কথা ভাবছে বিসিবি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন