পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230104_233522.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৪ জানুয়ারী) বিকাল ৪.০০টায় এ উপলক্ষে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বক্তব্য শেষে নেতা কর্মীরা এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি পৌর শহরের ভিতরে বিভিন্ন শহর প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমানের সার্বিক তত্বাবধানে র্যালি ও আলোচনাপূর্ব উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন আসাদনগর মুক্তিবাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু,উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশীদ খান, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন