পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতরখালী এলাকায় গতকাল শুক্রবার বিকালে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারী) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মঞ্জু হাওলাদার (৫০) গুলিশাখালী গ্রামের আঃ হাই হাওলাদারের পুত্র এবং মোঃ আলাউদ্দিন ওরফে সাদ্দাম প্যাদা (৩২) পূর্ব সেনের টিকিকাটা গ্রামের শাহজাহান প্যাদার পুত্র।
থানা পুলিশ জানায় ,দীর্ঘ দিন ধরে ওই দুই মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করে আসছিল।গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই খন্দকার মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।পরে তাদের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, শুক্রবার (৬ জানুয়ারী) গ্রেপ্তারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন