পীরগঞ্জে মস্তকবিহীন মহিলার লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/66f4ba05a972a.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামে মস্তকবিহীন দেলোয়ারা খাতুন নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঐ গ্রামের ছানাউল্লার পুত্র সাহারুল মিয়ার সিম ক্ষেত হতে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে পাশ্ববর্তী গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা দেলোয়ার খাতুন (৩৬) এর মস্তকবিহীন লাশ কে বা কারা ওই স্থানে ফেলে রেখে যায়। পরদিন সকালে (শুক্রবার) খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার পূর্বক মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মেয়েটিকে কেন বড় বদনাপাড়া গ্রামের ওই সিম ক্ষেতে ফেলা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন