পূজামণ্ডপ থেকে লাপাত্তা হওয়া হনুমানের সেই গদা উদ্ধার
কুমিল্লা নানুয়াদিঘীর পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে হনুমানের হাত থেকে সরিয়ে নেওয়া সেই গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় দারোগাবাড়ি মাজারের পাশে একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করে।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গদা পুকুরে ফেলার কথা ইকবাল বললেও সেটা একটি ঝোপ থেকে পাওয়া গেছে।
রোববার রাতে ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লা ডিবি পুলিশ গদা উদ্ধারে যান। এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন গদাটি নিয়ে নানুয়াদিঘী পশ্চিম পাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ী মাজারের সড়কে ঢুকে পড়ে। এর এক ঘণ্টা আগে দারোগাবাড়ী মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে বের হতে দেখা যায় অন্য একটি ফুটেজে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে ইকবালকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে নেওয়া হয় এবং আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন