‘প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে এ অঘটন’
রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে বিভিন্ন অঘটন ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শুক্রবার (২২ অক্টোবর) সিলেটে এক অনুষ্ঠানের পর সংবাদিকদের এ কথা বলেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেপ্তারে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান।
এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রক্রিয়া চলছে; যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তাইরাই এ অঘটন ঘটাতে পারে। সংঘর্ষের বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলেও জানা তিনি।
আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গতকালই (২১ অক্টোরব) বৈঠক হয়েছে। এরপরই এমন দুর্ঘটনা, যা খুবই আতঙ্কের বিষয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন