প্রভাসের পরের ছবিতে আরও আবেদনময়ী রুপে অনুষ্কা!

বাহুবলি’র পর ইতিমধ্যেই প্রভাসের আপকামিং ফিল্ম ‘সাহো’ নিয়ে তার ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সে উত্তেজনা গতকাল থেকে আরও কিছুটা বেড়ে গেছে। কারণটা আর কেউ নন, কারণটা হলেন বাহুবলির দেবসেনা অনুষ্কা।
বলিউড লাইফ সূত্রে গতকাল সর্বপ্রথম খবরটা মেলে যে ‘সাহো’তে প্রভাসের সঙ্গে অনুষ্কার কাজ করার খবর নিশ্চিত। আর এরপরই ‘সাহো’ নিয়ে আরও বেশি উৎসাহিত হয়ে পড়েন প্রভাস-অনুষ্কার ফ্যানরা।
তবে প্রভাসের ’বাহুবলি’র সঙ্গে ‘সাহো’ র আকাশ পাতাল পার্থক্য। ১৫০ কোটি টাকা বাজেটের এই ফিল্ম পুরোপুরি একটি অ্যাকশান ফিল্ম। এই ফিল্মে কোরিওগ্রাফ করবেন বিখ্যাত স্টান্ট কোরিওগ্রাফার কেনি বেটস।
বলিউড লাইফ সূত্রে খবর এই ফিল্মে বাহুবলি ও তার দেবসেনা অর্থাৎ প্রভাস ও অনুষ্কার চরিত্র একেবারেই বদলে যাবে। এখানে শাড়ি বা লেহেঙ্গা নয়, অনুষ্কা পড়বেন অত্যাধুনিক পোশাক। মানে অনুষ্কার লুক হবে ‘আবেদনময়ী’ টাইপ। তবে এধরণের পোশাকে অনুষ্কা যে একেবারেই নতুন তা নয়। প্রভাস অনুষ্কার ফিল্ম ‘বিল্লা’তে আবেদনময়ী লুকেই দেখা গিয়েছিল অনুষ্কাকে।
শোনা যাচ্ছে, একটা দুর্ঘটনার কারণেই এক্সারসাইজ না করতে পারায় অনুষ্কার ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। তবে ‘সাহো’র জন্য অনুষ্কা নাকি আবারও ওজন কমাচ্ছেন। প্রসঙ্গত, শুক্রবার থেকেই হায়দরবাদে ‘সাহো’র শ্যুটিং শুরু করছেন প্রভাস। শুধু হয়দরবাদই নয়, মুম্বাই থেকে শুরু করে আবু ধাবিতেও হবে ‘সাহো’র শ্যুটিং।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















