প্লেনে চালকের আসনে মেয়ে, যাত্রীসেবায় মা
মেয়েকে নিয়ে মায়ের এক স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্ন তো কত ধরনেরই থাকে। সব কি আর পূরণ হয়? অবশ্য বিমানবালা পূজা সেদিক থেকে ভাগ্যবতী। মেয়েকে নিয়ে তাঁর একটি স্বপ্ন পূর্ণ হয়েছে। পূজা চেয়েছিলেন, বিমানবালা হিসেবে তাঁর শেষ ফ্লাইটে যেন উড়োজাহাজের চালকের আসনে থাকে মেয়ে আশ্রিতা। ঠিক তাই হয়েছে!
বিবিসির খবরে বলা হয়েছে, পূজা প্রায় ৩৮ বছর ধরে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু হিসেবে কাজ করছেন। সম্প্রতি ছিল বিমানবালা হিসেবে তাঁর কর্মজীবনের শেষ ফ্লাইট। তাঁর স্বপ্ন ছিল, শেষ ফ্লাইটে চালক হিসেবে পাবেন নিজের মেয়েকে।
পূজার মেয়ের নাম আশ্রিতা চিনচানকার। তিনি বিবিসিকে বলেন, ‘আমি খুবই খুশি। খুশি কারণ, মানুষ আবেগের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারে বলে।’ আশ্রিতা প্রথমে এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘এমন একটি ফ্লাইট চালাতে পেরে খুব সুখী ও সম্মানিত বোধ করছি। কারণ আমাকে পাইলট বানানো মায়ের স্বপ্ন ছিল এবং এয়ার ইন্ডিয়ায় নিজের শেষ ফ্লাইটে চালকের আসনে আমাকে দেখতে চেয়েছিলেন তিনি। ৩৮ বছর সেবা দেওয়ার পর তিনি অবসর নিচ্ছেন। আমি এখন তাঁর উত্তরসূরি হচ্ছি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সোমবার এই টুইট করেন আশ্রিতা। কিছুক্ষণের মধ্যেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রায় হাজার পাঁচেক লাইক পড়েছে এই পোস্টে। রিটুইট হয়েছে ৬৫০ বার।
এদিকে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিওচিত্রও পোস্ট করেছেন আশ্রিতা। তাতে দেখা গেছে, শেষ ফ্লাইটে যাত্রী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তাঁর মা পূজা। অন্যদিকে এ ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও পূজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন