প্লেনের চেয়েও দ্রুতগতির ভাসমান ট্রেন চালু করছে চীন
উড়োজাহাজের চেয়েও দ্রুতগতির ভাসমান ট্রেন চালু করতে যাচ্ছে চীন। চুম্বক নিয়ন্ত্রিত এ ট্রেন ঘণ্টায় ৬০০ কিলোমিটারের বেশি গতিতে চলবে।
এ ট্রেনটিতে ম্যাগলেভ (ম্যাগনেট লেভিয়েশন) প্রযুক্তিতে শক্তিশালী তড়িেচৗম্বক ব্যবহার করা হয়েছে, যা এ ট্রেনকে বাতাসে ভাসমান রাখবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
চাকা এবং রেলপথের ঘর্ষণজনিত সমস্যা এড়িয়ে এবং শব্দ ও কম্পনহীনভাবে ম্যাগলেভ ট্রেন গতানুগতিক ট্রেনের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে উইফোরাম ডট ওআরজি জানিয়েছে।
চীনে ইতিমধ্যেই পৃথিবীর মধ্যে দ্রুতগামী বাণিজ্যিক ম্যাগলেভ সেবা চালু রয়েছে। ২০০৩ সাল থেকে সাংহাই ম্যাগলেভ ঘণ্টায় ৪৩১ কিলোমিটার বেগে যাত্রী আনা-নেওয়ার কাজ করছে।
সিআরআরসির সহায়ক প্রতিষ্ঠান কুইংদাও সিফাংয়ের উপপ্রধান প্রকৌশলী দিং সানসান বলেন, বেইজিং থেকে সাংহাই যাওয়া-আসায় উড়োজাহাজেই চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগে।
তিনি বলেন, প্রস্তুতিসহ ট্রেনে এ পথে যাওয়া-আসায় সময় লাগে সাড়ে পাঁচ ঘণ্টা। কিন্তু ম্যাগলেভে এ পথে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। কুইংদাও শহরে নির্মিত এ ট্রেন যাত্রী বহনের কাজে আনার আগে ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন