ফেসবুকে ভাইরাল তামিম পুত্র!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যানের শূণ্যস্থান পুরণ করেছেন। সময় গড়ানোর সাথে সাথে হয়ে উঠেছেন অনেক পরিনত। সব সংস্করণ মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১০৬২২ রান। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলপলক স্পর্শ করেছেন। দেশের হয়ে ব্যাট হাতে প্রায় সকল রেকর্ড নিজের নামের পাশে যোগ করেছেন। পাঠক এতক্ষণে নিশ্চয় আন্দাজ করতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। তিনি তামিম ইকবাল।
মারকুটে এই ওপেনার নাকি ছেলেবেলায় খুব চঞ্চল ছিলেন। হয়ত একমাত্র পুত্রের মাঝে সেটিই খুঁজে বেড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছেলের একটি ভিডিও আপলোড করেছেন তামিম। সেখানে দেখা যাচ্ছে ব্যাট হাতে খেলছেন। তাহলে কি বাবার মত ক্রিকেটার হবে পুত্র আরহাম? এমন প্রশ্ন তামিম ভক্তদের মনে জাগাটাই স্বাভাবিক।
ফেসবুকের ভিডিওতে দেখা যায়, ‘দুই হাতে দুই ব্যাট নিয়ে হেঁটে বেড়াচ্ছেন তামিম পুত্র আরহাম।’
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি। এরপর ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি পৃথিবীতে আসেন তামিম-আয়েশা দম্পতির প্রথম সন্তান আরহাম খান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন