উ. কোরিয়ার ঝাল চীনের ওপর ঝাড়লেন ট্রাম্প

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে জাপান সাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যৌথ মহড়া চালিয়েছে। মঙ্গলবার প্রথমবারের মতো দূরপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এই সাফল্যকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে উত্তর কোরিয়ার উপহার হিসেবে বর্ণনা করেন দেশটির নিভৃতচারী নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সমালোচনা করে ট্রাম্প এক টুইটে বলেছেন, ‘আমাদের সঙ্গে চীনের কাজ করার জন্য তা যথেষ্ট হয়েছে।’

এ ঘটনায় চীন ও রাশিয়া উভয় পক্ষকেই তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন বন্ধ করতে বলেছে। এই দুটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ওপর সামরিক শক্তি প্রয়োগের যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে কোনো শক্তি প্রয়োগের চেষ্টা অগ্রহণযোগ্য, এতে রাশিয়া ও চীনের সীমান্ত অঞ্চল অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে যাবে।’

সের্গেই লাভরভ বলেন, উত্তর কোরিয়াকে আর্থিকভাবে শ্বাসরোধ করাটাও গ্রহণযোগ্য নয়।