বগুড়ার শিবগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস

‘‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে।

রবিবার (২২অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নিসচা’র উপদেষ্টা ফিরোজ আহমেদ রিজু।

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা, সহকারী প্রোগ্রামার(আইসিটি) মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার নিরাপদ সড়ক দিবস উদযাপন২০২৩ কমিটির আহবায়ক রবিউল ইসলাম রবি।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক রাজিকুল ইসলাম রনি, মাষ্টার সোহাগ আহমেদ, সামসুর রহমান, সদস্য সচিব আসাদুল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক ইমরানুল হক ইমরান, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা কবির, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, শফিউল আলম ডিউ, ইকবাল হোসেন বাবু মেম্বার, মোহাম্মদ আলী, রেশমা খাতুন, মজনু মিয়া, আব্দুর রহিম, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, মোহসিন আলী, মশিউর রহমান প্রমুখ।