নেত্রকোনার মদনে ১৯ বিএনপি নেতাকর্মীদের জামিন না মন্জুর

নেত্রকোনার মদন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ১৯ নেতা কর্মীকে জামিন না মন্জু করে নেত্রকোণা জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার (২২ অক্টোবর)সকালে নেত্রকোণা কোর্টে হাজির হলে বিচারক ১৯ আসামিকে জামিন না মন্জু করে জেল হাজতে প্রেরন করে।

উল্লেখ, বিগত ১ সেপ্টেম্বর -২০২৩ বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জ্জামান বাবরের বাড়ি হতে বিকালে পুলিশ তিনটি ককটেল উদ্ধার করে, এতে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ২৯ জনের নাম উল্লেখ করে মদন থানায় মামলা দায়ে করে পুলিশ।

এই মামলায় পৌর সভার বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, সহ ১০ নেতা কর্মী বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ জানান, আজ( ২২ অক্টোবর)সকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলমসহ ১৯ নেতা কর্মী নেত্রকোণা কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মন্জু করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। আমি ২৯ জন নেতা কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবী করছি।