বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/electricity-death-বিদ্যুৎস্পৃষ্টে-মৃত্যু-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ১১টায় উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরাফাত রহমান(২০)। তিনি রহবল মধুপুর গ্রামের সার ব্যবসায়ী আব্দুুল হান্নানের ছেলে ।
স্থানীয়রা জানান, সোমবার আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা অনুষ্ঠান ছিলো। এ উপলক্ষে সকাল ১১টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টাঙাতে যান আরাফাত।
এসময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন