বগুড়ার শিবগঞ্জে বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, শিবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সহিদ, একাডেমিক সুপার পদ্মা রানী, শিবগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলী, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, রবিউল ইসলাম রবি, সাজু মিয়া, শেখর চন্দ্র প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন