বগুড়ার শিবগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/pic-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে সহকারী প্রধান শিক্ষক সারোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির বাংলা বিষয়ের সহকারি শিক্ষক সোনিয়া পারভিন।
ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক নারগীছ আক্তার মাছুরা খানম, কামরুন্নাহার, সহকারি শিক্ষক ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন