বগুড়ার মহাস্থানে বাসের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত, আহত-৩
বগুড়ার মহাস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারী চালিত অটোভ্যানের ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যান চালকসহ ৩ যাত্রী।
নিহত ব্যক্তি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি গ্রামের আক্কাস আলী সরকারের পুত্র বাবু সরকার (৬০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চন্ডিহারা নাগরকান্দি বন্দর থেকে ব্যাটারী চালিতো অটোভ্যান ৪যাত্রী সহ মহাস্থান দিকে যাচ্ছিল। পথে (ঢাকা-রংপুর) মহাসড়কের হাতিবান্দা নামক স্থানে পৌছিলে রংপুর দিক থেকে আসা ১ টি যাত্রীবাহী বাস অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবু সরকারের মৃত্যু হয়। পরে বাবুর স্বজনেরা তাকে শনাক্ত করে বাড়িতে নিয়ে গেলে সেখানে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত বাবু পেশায় ১ জন কৃষক। জমির সার কিনতে মহাস্থানে আসার পথে এ দুর্ঘটনায় পতিত হয়ে নিহত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন