শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ প্রাণীসম্পদে সংয়সম্পূর্ণ : এমপি মহিব্বুর রহমান

পার্শ্ববর্তী দেশ থেকে গরু এনে এখন বাংলাদেশের মাংসের চাহিদা মেটাতে হয় না। খামারি ভাইদের সকল সুযোগ সুবিধা প্রণয়নের মধ্যে দিয়ে গবাদীপশু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এমনকি কুরবানির ঈদেও সাধ্যের মধ্যে গবাদী পশু কিনতে পারছে ক্রেতারা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ প্রাণীসম্পদে সংয়সম্পূর্ণ বলেছেন, পটুয়াখালী ০৪ আসনের সংদস সদস্য মো. মহিব্বুর রহমান।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে সরকারী মোজাহার উদ্দিন অনার্স কলেজ মাঠে ত্রিশটি স্টলে বিভিন্ন খামারিরা অশংগ্রহন করেন।

এতে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম, প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.গাজী মো. শাহআলম। এসময় প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে অংশগ্রহনকারী খামারিদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান করেন এমপি মহিব্বুর রহমান।