বগুড়ার শিবগঞ্জে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা
সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন ১৪২৯ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা শিবলী, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর, কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, অভিরামপুর উচ্চ বিদ্যালয়, দাড়িদহ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ পালন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন