বজ্রপাতে সতর্কতা ও করণীয় নিয়ে ক্যাম্পেইন আয়োজন করল জি-গ্যাস
সম্প্রতি নারায়ণগঞ্জের রুপগঞ্জে অবস্থিত জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১ এ আয়োজিত হয়ে গেল “বজ্রপাতে করনীয় ও সতর্কতামূলক ক্যাম্পেইন”।
বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে দুই থেকে তিনশ মানুষের প্রাণহানি ঘটে থাকে। সাধারণত এপ্রিল – জুন মাসে বৃষ্টি বেশি হয় সেই সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকে অধিক। উক্ত ক্যাম্পেইন এ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১ এ অবস্থিত সকল কর্মচারী এবং কর্মকর্তাদের বজ্রপাতের সময় কি কি করনীয় সে সম্পর্কে ট্রেনিং প্রদান করা হয় এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে তা দেখানো হয়।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন “জি-গ্যাস তথা এনার্জিপ্যাক সবসময় তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহনে করে আসছে। আমরা আশা করি আমাদের এই উদ্যোগ থেকে অন্যরাও অনুপ্রানিত হবে।“
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন