বন্যার পানিতে ভেসে আসা সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
বন্যার পানিতে ভেসে আসা বিষধর সাপের দংশনে মোরশেদা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
নিহত মোরশেদা বেগম নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পূর্ব বাইশপুকুর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার বলেন, মোরশেদা বেগম শুক্রবার রাত ১১টায় বাথরুম গেলে সেখানে বন্যার পানিতে ভেসে আসা একটি বিষধর সাপ দংশন করে। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে রংপুর নেয়ার পথে রাত ৩টায় মৃত্যু হয় তার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন