বন্যায় প্লাবিত রাস্তায় কুমির! (ভিডিও)
প্রবল বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রাস্তা। এই পরিস্থিতিতে রাস্তার কুকুরদের নেই আশ্রয়। মরার উপর খরার ঘা পানিতে ঘাপটি মেরে আছে কুমির। সুযোগ পেলেই শিকার করছে কুকুরদের। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। আর এঘটনা ঘটেছে ভারতের গুজরাটের ভাদোদরায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, জলে ভরা একটি রাস্তা৷ সেই রাস্তার মাঝে গলা ডোবা জলে কোনওক্রমে সাঁতরে বেড়াচ্ছে রাস্তার দু’টি কুকুর৷ চোখেমুখে আতঙ্কের ছাপ তাদের। অসহায়তায় বেশ স্পষ্ট৷ একটু আশ্রয়ের খোঁজে ইতিউতি দেখছে তারা৷ কিন্তু জলের নিচে বিপদ যে কখন ওঁৎ পেতে রয়েছে, তা তখনও নজরে আসেনি সারমেয়দের৷ আচমকাই পিছন দিক থেকে লাফিয়ে ওঠে কুমির৷ পিছন দিক থেকে কামড় দেওয়ার চেষ্টা করে একটি কুকুরকে৷ কোনওক্রমে বিপদ থেকে রক্ষা পায় সারমেয়টি৷
বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে গুজরাটের ভাদোদরায়৷ একটানা প্রায় বারো ঘণ্টার বৃষ্টিতে জল থইথই চতুর্দিক৷ ডুবে গিয়েছে রাস্তাঘাট৷ জলমগ্ন বিমানবন্দর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন