সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/image-10628-1516768922.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে বরগুনার সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদের মাঝেরচরে র্যাব-৮ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, সুন্দরবনে মাঝের চরে বনদস্যু মুন্না বাহিনীর অবস্থন নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। বনদস্যুরা র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থলে গিয়ে দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজনের লাশ পাওয়া যায়। এ সময় তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন