বাংলা ইশারা ভাষা দিবস পালন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/Gaibandha-Pic-GZEVA.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)রংপুরের গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবন প্রতিবাদী ব্যক্তির জীবনমান উন্নয়ন’।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি মো. রেজাউল ইসলাম, ডা: মো. আশাদুল হক, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী সরকার, প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো. আখতার হোসেন, মো. নাজমুল হক প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন