বাংলাদেশিকে পিটিয়ে ও গুলি করে মারল বিএসএফ
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার লাশ ঘিরে রেখেছে বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
ওই এলাকার সিরাজুল ইসলাম বলেন, বুধবার রাতে ৪/৫ জন যুবক গরু পারাপারের জন্য ওই সীমান্তের ৯০৫নং মেইন পিলারের ১১নং সাব পিলারের কাছে যান। এ সময় ভারতের কুচবিহার জেলার শীতলকুচি উপজেলার পাগলীমারী ক্যাম্পের ১০০ বিএসএফের টহল দল তাদের মধ্যে একজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
আটক ওই যুবককে নির্যাতন করে ভারতীয় বিএসএফ। পরে তাকে তিন রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হলে বিএসএফ সদস্যরা লাশ ফেলে চলে যায়।
এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে পালিয়ে আসা যুবকদের মধ্যেও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোরশেদ বলেন, ওই সীমান্তে একটি লাশ দেখা গেছে। লাশটি বাংলাদেশি না ভারতীয় তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর লাশটি পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন