বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিলো পাকিস্তান
বাংলাদেশের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বন্যা কবলিত পাকিস্তান।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের মানুষের পাশে দাঁড়াতে মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী, বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলোদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই মানবতার পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানকে দিতে চাওয়া সহায়তা প্যাকেজের মধ্যে ছিল-১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল এবং ২ হাজার তাবু।
স্মরণকালের ভয়াবহ এই বন্যায় বেশ কিছুদিন ধরেই পানির নিচে তলিয়ে গেছে পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা। সেখানে দেশটির লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন পার করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন