বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশের ওপর হামলা
যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশের ওপর হামলার অভিযোগে ছুরিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় দু্ই পুলিশ সদস্য ও ওই যুবক আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এক ব্যক্তি বাকিংহাম প্যালেসের কাছে এসে তার গাড়ি থামান। পুলিশ তার কাছে একটি বড় ছুরি দেখতে পেলে তাকে আটক করতে যায়। এ সময় দুই পুলিশ সদস্য ও ওই ব্যক্তি সামান্য আহত হন। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাদের হাসপাতালে যেতে হয়নি। তবে আটক ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ২০ বছর বয়সি ওই যুবক গুরুতর শারীরিক ক্ষতি ও আক্রমণ করতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।
ওই সময় রাজ পরিবারে কেউ বাকিংহাম প্যালেসে ছিল না। তবে এ ঘটনা সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন