বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে জীবিত হরিণ উদ্ধার
সুন্দরবন থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। ১৭ এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের শরনখোলা উপজেরার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ঢালিরঘোপ এলাকার সগির ঘরামীর বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন ভোলা নদী সাতরে একটি চিত্রা হরিণ উপজেলার সোনাতলা গ্রামের সগির ঘরামীর বাড়িতে প্রবেশ করে। পরে ওই বাড়ির লোকজন ও প্রতিবেশীরা হরিণটিকে সুকৌশলে ধরে বনভিাগকে খবর দেয়। পরে পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জর ভোলা টহল ফাঁড়ির ওসি ফরেষ্টার আমানুল কাদেরের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল হরিণটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসে।
শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া হরিণটি এলাকাবাসীর তাড়া খেয়ে ভীত ও শারিরীকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুরোপুরি সুস্থ্য হলে বনে অবমুক্ত করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন