ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শিশু নিহত, গ্রেফতার ৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছোট ছেলেদের বিবাদের জের ধরে সংঘর্ষের ঘটনায় মায়ের কোলে থাকা এক শিশু নিহত হয়েছে।

স্থানীয়রা জানায় গত শুক্রবার (১৫ জুলাই) উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ মন্ডলপাড়া গ্রামে ফুটবল নিয়ে ছোট ছেলেদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী ২ পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। শুক্রবার (১৫ জুলাই)র ঘটনা নিয়ে শনিবার সকালে আব্দুল মতিন ও জাকেরের পরিবারের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়।

জাকিরের স্ত্রী লিপি তার স্বামীকে রক্ষা করতে গেলে, তার কোলে থাকা ২ বছরের শিশু কন্যা জানিয়া জেরিনের মাথায় আঘাত লাগে। জানিয়া জেরিনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু জেরিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত লিপি, জাকের হোসেন , ও শামসুন নাহার এবং অপর পক্ষের ফিরোজ , সজিব , সানজিদা ও রহিমা , পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসারত রয়েছে।

পীরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে নিহত জানিয়া জেরিন এর লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান এ ঘটনায় একটি মামলা হয়েছে। পাঁচ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।