বাঙালি সেজে রোহিঙ্গা দম্পতির ইয়াবা পাচার
বাঙালি দম্পতি সেজে ইয়াবা পাচারের অভিযোগে এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন এহসান উল্লাহ ও তার স্ত্রী হালিমা বেগম। অভিযান তাদের কাছ থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার রাতে জেলা আনোয়ার উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, কক্সবাজার থেকে মহেশখালী হয়ে ইয়াবার একটি চালান আসছে এ তথ্যের ভিত্তিতে আনোয়ারা উপজেলায় একটি চেক পোস্ট বসানো হয়। পরবর্তিতে বাসের আসনের নিচে জ্যামিতি বক্সে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ‘এ রোহিঙ্গা দম্পতি দীর্ঘদিন ধরে বাঙালি সেজে ইয়াবার ব্যবসা করে আসছে। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। ’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন