বাবাকে ওরা মারল কেন? হাউমাউ করে কেঁদে প্রশ্ন করে জোহরা
বয়সটা আট। পরনে তখনও স্কুলের ইউনিফর্ম। হাতে হেনা। কিন্তু হাউমাউ করে কেঁদে প্রশ্ন করে জোহরা জানতে চাইছে, ”বাবাকে ওরা মারল কেন?”
সোমবার অনন্তনাগের মেহন্দি কাদাল এলাকায় থানায় আসার পথে জঙ্গিদের গুলিতে নিহত হন বছর পঞ্চান্নর পুলিশ অফিসার আব্দুল রশিদ শাহ। তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানেই কান্নাভেজানো গলায় এই প্রশ্নটা করেছিল রশিদের মেয়ে জোহরা। যে কান্নার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জোহরার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস পি পানি। আট বছরের মেয়েটাকে চিঠি লিখেছেন তিনি। জম্মু-কাশ্মীর পুলিশের ফেসবুক পেজে যে চিঠি পড়ে চোখ ভিজে গিয়েছে অনেকেরই। এস পি পানি লিখেছেন, ”কেন এমন হল তা বোঝার মতো বয়স এখনও তোমার হয়নি।
কিন্তু তোমার চোখের জলের প্রতিটি বিন্দু আমাদের হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। মনে রেখো এই ভয়ঙ্কর সময়ে আমরা পরিবারের সদস্যদের মতোই ঐক্যবদ্ধ।” কাশ্মীরে ক্রমশ পুলিশকর্মীদের উপরে হামলা বাড়াচ্ছে জঙ্গিরা। একের পর এক জঙ্গি নেতা খতম হওয়ায় কোণঠাসা হয়ে এমন হামলা চালানো হচ্ছে বলে মত গোয়েন্দাদের। –আনন্দ বাজার
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন